প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ণ
ভোলায় অস্ত্র ও মাদকসহ ৬ব্যবসায়ী আটক
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
ভোলায় অস্ত্র- মাদকসহ ৬ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১১রবিবার দুপুর ১২টা পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে আটক করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোন।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে শনিবার ১ টা থেকে রবিবার দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশের সমন্বয় ভোলা সদরে মুন্সি চর, উকিল পাড়,মুসলিম পাড়া এবং গুইঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ২টি দেশীয় পিস্তল, ১০রাউন্ড তাজা গোলা , ১টি চাপাতি, ১টি ডেগার,১টি চাইনিজ কুড়াল,১টি হকিস্টিক, ১টি খুর,২টি দেশীয় অস্ত্র, ১শ'৬৬বোতল ফেনসিডিল, ৫টি গিফ ওয়াটার, ১শ'২০ পিজ ইয়াবা,১কেজি ৫শ'গ্রাম গাজা, ২টি ল্যাপটপ, ১টি পাসপোর্ট, ২টি পেনড্রাইভ, ২টি ড্রাইভিং লাইসেন্স, এবং নগদ ৪ লক্ষ ৬২হাজার টাকাসহ ৬জন মাদক ব্যবসায়কে আটক করা হয়। তারা হলেন -মোঃ লিটন (৫২),গৌতম বণিক (৪৫), মোঃ রাসেল (৪৪),পাভেল বিশ্বাস (৪৮), মাহবুব মোঃ(৩০),এবং পারুল বেগম (৪০)।এরা সকলে ভোলা সদর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত সকল আলামত সহ মাদক ব্যবসায়ীদের আয়নানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত