প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
পাবনায় মোটরসাইকেল-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
পাবনার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে মোটরসাইকেল-ইঞ্জিন চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকালে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে মোটরসাইকেল-অটোর মুখোমুখি সংঘর্ষ হয় সে সময় মোটরসাইকেলে থাকা ৩জন আরোহীর মধ্যে ২ জন নিহত হয় ।নিহতর ব্যাক্তি হলেন পাবনার আমিনপুর থানা এলাকাযর নগরবাড়ি বসন্তপুর গ্রামের মো: ইকবালের ছেলে মো: জামিল (২৫)।
স্থানীয়সুত্রে জানা যায় দুপুরে পাবনা জেলার আমিনপুর থানা এলাকার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে একটি ইঞ্জিন চালিত অটোর সাথে মোটরসাইকেল টির সংঘর্ষ হয়।সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে মো: জামিল (২৫) নামের একজন ঘটনা স্থানেই মৃত্যু বরণ করেন।গুরুতর আহত ইমরান শেখ (২১) এবং পরাগ (২৫) কে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান পুলিশ ।এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সৈয়দ আলমগীর হোসেন জানান,সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে আমিনপুর থানা এলাকার জাতসাখিনী ইউপিস্থ কাশিনাথপুর মোড় রতন তেল পাম্পের সামনে ইট ভর্তি ইঞ্জিন চালিত ভুটভুটির সাথে মোটরসাইকেল সংঘর্ষে হলে মোটরসাইকেল চালক জামিল (২৫) ভুটভুটির নিচে চাপা পড়ে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে ঘটনা স্থানেই মৃত্যু বরণ করেন ।আহত অপর ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান ।এ ঘটনায় ইঞ্জিন চালিত ভুটভুটির চালক বাবুকে আটক করে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে ।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত