মোহনগঞ্জ প্রতিনিধিঃ
হাওর এলাকায় তাঁর প্রথম আগমনে তাঁকে এক নজর দেখতে লাখ লাখ মানুষের ঢল নামবে। পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম বলেন, লুৎফুজ্জামান বাবর মুক্তি পাওয়ার পর তাঁকে স্বাগত জানাতে মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি থেকে দুই লাখ মানুষ ঢাকা যাবেন এমনটাই আশা করছি। উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান বলেন, এলাকায় আসার পর মোহনগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটি হতে পারে। এ ব্যপারে জেলার সকল নেতা কর্মী লুৎফুজ্জামান বাবরের মুক্তির অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির ময়মনসিংহ বিভাগেরসম্মেলন উত্তোলনের দায়িত্বরত হাবিবুন্নবী সোহেল এর সাথে দলের কিছু নেতা কর্মী যোগাযোগ করলে, তিনিও বাবর সাহেবের মুক্তি পেয়ে এলাকায় আসার পর তার পরামর্শে কমিটি করার কথা বলেন। সব মিলে তাঁর জন্য এখন শুধু অপেক্ষা। পৌর বিএনপির সদস্য সচিব, গোলাম রব্বানী পুতুল বলেন, হাওর পাড়ের সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবীতে মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি ও নেত্রকোনায় কয়েকশত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ সভা। তাঁর মুক্তি চেয়ে কয়েক লাখ মানুষের দাবী সফল হয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পান বাবর। তাই হাওরবাসী তাকে দেখার অপেক্ষায় উচ্ছসিত।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড