পাবনার জেলার কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি ভাড়া পুর্বে ৩৬ টাকা থাকলেও এখন তা ১৪ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে।একধাপে ৪০ শতাংশ ভাড়া কেন বাড়ানো হলো?বিগত ৩-৪ মাসে জ্বালানি তৈল এর দাম কোনরকম বৃদ্ধি না পেলেও এই ভাড়া বৃদ্ধির মত লুটপাট ঠিকই চলছে প্রায় সেক্টরেই।এগুলো দেখার যেন কেউ ই নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।