কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ
অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ24 নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি,এবং খবরের কাগজ নোয়াখালী জেলা প্রতিবেদক ইকবাল হোসেন মঞ্জুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালীর সাংবাদিক নেতারা।একই সঙ্গে নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানানো হয়।
সাংবাদিক নেতারা বলেন,প্রকাশিত সংবাদে কোনো প্রতিষ্ঠান,ব্যক্তি বা সংগঠন সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট গণমাধ্যমে লিখিতভাবে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। এ ছাড়া প্রেস কাউন্সিলে সংক্ষুব্ধ ব্যক্তি-প্রতিষ্ঠান প্রতিকারও চাইতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে ইকবাল হোসেন মঞ্জুকে নিয়ে পরিকল্পিতভাবে নানা আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করছে,এবং পোস্টার লাগানো হয়েছে শহরে গুরুত্বপূর্ণ স্থানে একটি মহল। পেশাদার সাংবাদিকদের নিয়ে এ ধরনের অনৈতিক, অবৈধ ও মানহানিকর অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়।
সাংবাদিক নেতারা আরও বলা হয়, রাষ্ট্রের উচিত সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে দেওয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান যেভাবে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে, তা রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না। অপপ্রচার বন্ধ না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।