
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে।
রোববার বিকেল অনুমান ৪টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরে হোতাপাড়া এলাকায় বিমান বাহিনী অফিসের গেইটের সামনে ইউটার্ন বরাবর রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনা হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানের চালককে আটক করেছেন। নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার, গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ হাবিব এর ছেলে, মিজানুল কবির (মাসুদ), ও তার সহযোগী সম্রাট। নিহত মিজানুল কবির (মাসুদ) একুশের বাণী পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন নিহত সাংবাদিক মিজানুল কবির(মাসুদ), এর পরিবারে বাবা-মা” স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে আছেন তাদের আহাজারিতে ভাড়ী হয়ে উঠেছে পুরো এলাকা।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায় নিহত সাংবাদিক মাসুদ ব্যক্তি জিবনে ছিলেন সৎ নিষ্ঠাবান একজন মানুষ এবং তার সাথে নিহত সম্রাট ছিলেন প্রাক্তন স্ত্রীর ছোট ভাই।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কাভার্ড ভ্যান উল্টো পথে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ইউটার্ণের দিকে যাচ্ছিল, অপরদিকে দুজন মোটরসাইকেলযোগে ইউটার্নের কাছাকাছি পৌঁছালে কাভার্ড ভ্যান তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের লাশ শহীদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
Like this:
Like Loading...
Related