বিনোদন ডেস্কঃ
বান্দ্রা এলাকায় একের পর এক বলিউড তারকার বাংলোয় হামলার ঘটনায় মুম্বাই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড তারকা থেকে শুরু করে তাদের ভক্ত-অনুরাগীরা। গতবছরই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন বিষ্ণোই গ্যাং গুলিবর্ষণ করেন।
এবার চলতি বছরের শুরুতেই বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাংলোয় যাবার পর এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলী খানের উপর এলোপাথাড়ি ছুরির আঘাত করে। এ ঘটনার বান্দ্রা কি একেবারেই নিরাপদ নয়? প্রশ্ন উঠেছে তারকামহলে।
গর্জে উঠেছেন রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা, তান্নাসহ একাধিক তারকা। এদিকে এ ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। তাই দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে রয়েছেন কারিনা কাপুর।
বৃহস্পতিবার সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন কারিনা কাপুর। এ সময় বাবাকে দেখতে আসেন সারা আলী খান এবং ইব্রাহিমও। হাসপাতালে দেখা যায় বোন-জামাই সোহা এবং কুণাল খেমুকে। ওদিকে এ হামলার খবর পেয়ে এদিন সকালেই হাসপাতালে পৌঁছে যান রণবীর কাপুর এবং আলিয়া ভাট।
প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়।
গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড